জকিগঞ্জে ড্রাম থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার,যুবক গ্রেপ্তার
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুলাল আহাম্মদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুলাল আহাম্মদ ওই এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাদারখাল এলাকায় দুলাল আহাম্মদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের চালের ড্রামের ভেতরে রাখা দুটি প্লাস্টিকের বয়াম থেকে মোট ২১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




