গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এয়ারগান উদ্ধার
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই এলাকা থেকে একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা অবৈধ অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্যে একটি সবজি ক্ষেতে মাটি চাপা দিয়ে একটি ভারতীয় এয়ারগান লুকিয়ে রাখে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এদিকে, বিজিবি জানায়, এর আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সীমান্ত এলাকা থেকে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীল পরিস্থিতি যেন কোনোভাবেই অস্থিতিশীল না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে।





