নবীগঞ্জে কৃষিজমির মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা
নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আশিকুর রহমান উপজেলার দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি) আরব আলী মিয়ার পুত্র। তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৭ (ক) ধারায় এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে কাটা বিপুল পরিমাণ মাটি জব্দ করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা ও আইন লঙ্ঘনের দায়ে আজ (রোববার) অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল কোর্ট বসিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, কৃষিজমি দেশের অমূল্য সম্পদ। সরকারি অনুমতি ছাড়া মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ এবং কৃষি—উভয় খাতের জন্য চরম ক্ষতিকর। কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং অবৈধ মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধে আগামীতেও নবীগঞ্জজুড়ে উপজেলা প্রশাসনের নজরদারি ও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।




