আমি প্রতারণার শিকার : পপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
চিত্রনায়িকা পপি সাম্প্রতিক সময়ে নানা কারণেই আলোচনায় এসেছেন। বিয়ে সন্তান, সংসার; অন্তর্ধান হয়ে যাওয়া; জমি নিয়ে পরিবারের সদস্যদের অভিযোগ, ফের ফিরে আসা। এসবের মাঝেই গত কয়েক বছর পপির নাম ঘুরপাক খেয়েছে।
তবে এই কয় বছরে বিয়ে করেও শান্তিমতো সংসার করতে পারছেন না— জানতে চাইলে তিনি বলেন,“ চাচাতো বোনের জামাই তারেক আমাদের বাড়িতে লজিং থাকত। এরপর সে আমার চাচাতো বোনকে ভাগিয়ে নিয়ে গেল। বিয়ে করল।বিয়ে করে সংসার শুরু করল। এরপর আমার সম্পত্তি দখলে নিল। আমি আমার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার কথা বললে সে আমাকে সম্পত্তি বুঝিয়ে দেয় না। শুধু আমার নয়, সে একজন দুর্নীতিবাজ।”
পপি আরও বলেন, “ তারেক একটা ব্যাংকে চাকরি করে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে। এসব পেল কোথায়? কারণ সে পুলিশের বেনজীর, তারেক সিদ্দিকীদের সঙ্গে যোগসাজশ করে চলত। সে আগে ছাত্রলীগ করত সেই ক্ষমতা দেখাত। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে চলছে।”
পপি বলেন, “প্রতারণার শুরু করেছেন মা-বাবা আমার লাইফে সিনেমা করে যত টাকা আয় করেছি। সব টাকা আমি বিনিয়োগ করেছি খুলনায়। আমার মা-বাবা সব সময় ইনফ্লুয়েন্স করতেন জমি কিনতে। অনেক আত্মীয়-স্বজন জমি বিক্রি করার জন্য আগ্রহ দেখান। আমি কিনি। কিন্তু সেই জমি এখন আমি বুঝে পাচ্ছি না। প্রতারণার শুরুটা করেছিলেন আমার মা-বাবা। তারা আমার সব উপার্জন বিনিয়োগ করিয়েছেন খুলনায়।”
ঢাকায় কোনো জমি-ফ্ল্যাট নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখেন, আমার নিজের কোনো সম্পদ নেই। আমি যদি চলচ্চিত্রে ফিরি, আবার কাজ শুরু করি। তাহলেও আগামী ১০ বছরে আমি সামান্য জমি কিনতে পারব না। আপনারা জানেন চলচ্চিত্রের কী অবস্থা এখন। এখন আমার সম্বল বলতে ওই খুলনায়। ঢাকায় আমার একটা ফ্ল্যাট পর্যন্ত নিজের নেই, ঢাকায় আমি কিছু করতে পারিনি। যা করেছি খুলনায়, এখন সেসব তারা লুটেপুটে খাচ্ছে। আমাকে দেবে না।”
পপি বলেন,“ আমি আসলে কোথায় গেলে আমার জমি ফেরত পাব। এই আমার দুধের বাচ্চাটাকে নিয়ে আদালতে যাচ্ছি, থানা পুলিশ করছি, সে এই বয়সেই সব দেখছে। আমি জানি তার ওপর কী প্রভাব পড়বে। কিন্তু আমি তো অপরাধবোধে ভুগছি। আমাকে কেউ সহায়তা করছে না। আমি প্রতারণার শিকার, কোথায় গেলে সাহায্য পাব।”





