কুলাউড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২ বন্ধু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক সড়কের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী রিয়াদুল ইসলাম (২২) ও জাবেদ আহমদ। তারা দুজন বন্ধু ছিলেন।
নিহত রিয়াদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। অপর নিহত জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তার বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও তার ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কিনেছিলেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রিয়াদ কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রিয়াদ ও জাবেদের মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় ছুটে যান নুরু মিয়াসহ পরিবারের সদস্যরা। বিলাপ করতে করতে নুরু মিয়া বলেন, “সকালে দোকান খোলার কথা বলে বাড়ি থেকে বের হয় আমার ছেলে (রিয়াদ)। জানতাম না সে বেড়াতে গেছে। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিয়ে নিল।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, “ঘন কুয়াশার কারণে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। এ ঘটনায় পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





