জুড়ীতে ১১ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ আটক ১
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিজিবির অভিযানে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদলের অভিযানে জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকা থেকে আব্দুস সালাম (৫৫) নামে একজনকে আটক করা হয়।
আসামি আব্দুস সালাম ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলি গ্রামের ওসমান আলীর ছেলে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার সিজার মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা। এছাড়া ১টি সিএনজি জব্দ করা হয়েছে, যার সিজার মূল্য ৫ লাখ টাকা। মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়াচ্ছে ১৬ লাখ ৪৬ হাজার টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ফুলতলা বিওপির বিশেষ টহলদলের অভিযানে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, মাদক ইয়াবা প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং অপরাধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।





