বাহুবলের চন্দ্রছড়ি মাজারের ওরশে প্রকাশ্য মাদক সেবন ও জুয়া আসর
বাহুবল প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবল উপজেলার চন্দ্রছড়ি মাজারে ওরশ ও মেলার নামে প্রকাশ্য মাদক সেবন ও বেচাকেনা, জুয়ার আসর এবং অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
চন্দ্রছড়ি এলাকায় অবস্থিত শাহ অছি উল্লাহ (রহ.) মাজারে গত বুধবার রাত থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরশ ও মেলাকে ঘিরে প্রকাশ্যে নানা অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় আয়োজনের আড়ালে মেলায় ওয়ানটেন জুয়া, মদ ও গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন ও বেচাকেনা প্রকাশ্যেই চলতে দেখা গেছে। পাশাপাশি বাউল গানের নামে নারী শিল্পীদের দিয়ে অশ্লীল নাচ-গান পরিবেশন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, মেলায় হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লোকজনের সমাগম হচ্ছে। এতে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে, যা এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে নারী শিল্পীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করানোর অভিযোগও স্থানীয়দের মুখে শোনা গেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, একটি ধর্মীয় স্থাপনার পবিত্রতাকে আড়াল করে এ ধরনের কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ প্রসঙ্গে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।




