সিলেটের কানিশাইল থেকে সাত জুয়াড়ি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
সিলেট নগরের কানিশাইল এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালি থানাধীন কানিশাইল ০১ নম্বর সড়কের মারুফ টি-স্টলের সামনে জুয়া খেলার সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শিলং তীর জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকার রমিজ মিয়ার ছেলে তাহের আহমদ (৩০), সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার ছেলে শামীম আহমদ (২০), ধর্মপাশা উপজেলার দৈরশ্রী বাখরপুর গ্রামের মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে স্বপন মিয়া (৫৫), হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া বোল্লা এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে জসিম (৪৫), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকার জামাল উদ্দিনের ছেলে আল আমিন (২৭), বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানঘাট বাহাগুলপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. বাদল (৩৮) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলিভোগ এলাকার আবুল কালামের ছেলে সুজাত মিয়া (৩৫)। তাঁরা সবাই বর্তমানে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বসবাস করছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা (নম্বর ৬৭৮/২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।





