বাহুবলে ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমির মাটি ব্যবহার করার দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম জানান, “ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”




