জৈন্তাপুরে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের স্কুল পরিদর্শন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে অবস্থিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করেছেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুল মালেক।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় তিনি বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিব স্কুলের অবকাঠামো, পাঠদান পদ্ধতি, শিক্ষার মান, শিক্ষক প্রশিক্ষণসহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত প্রতিটি প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি।
উল্লেখ্য, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলটি সারাদেশে বিয়াম ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ৪৫টি প্রতিষ্ঠানের একটি। এটি জৈন্তাপুর উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান, যা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্কুলের সার্বিক অগ্রগতি ও পরিবেশের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।





