কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ণসিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনক যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম নজির উদ্দিন (৩২)। তিনি কোম্পানীগঞ্জের রনিখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে (বৃহস্পতিবার দিবাগত) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নজির উদ্দিনকে তার লামাগ্রামস্থ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।





