গোয়াইনঘাট ছাত্র পরিষদের নতুন কমিটি, সভাপতি মিজান ও সম্পাদক মাহফুজ
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে অরাজনৈতিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি–বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান দৌলত এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ মাহফুজ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আলহাজ ওসমান গনি। তিনি বলেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদ পরিবার, সমাজ ও দেশের জন্য চরিত্রবান ও দায়িত্বশীল মানুষ গড়ার সংগঠনে পরিণত হোক।
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, গোয়াইনঘাটে যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্র পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই সবার প্রত্যাশা।
সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত দায়িত্ব পালন করা নেতৃবৃন্দ, দাতা ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের বিগত বছরের কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন এবং আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কামরুল আহমদ শেরগুল, এলজিইডি ঠিকাদার লোকমান আহমদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাদিক আহমদ রুবেল, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্যসচিব বিলাল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বেলা দুইটার দিকে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক দায়িত্বশীল রিয়াজ উদ্দিন বাবুল আনুষ্ঠানিকভাবে ২০২৫–২৭ সেশনের আংশিক কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মিজানুর রহমান দৌলত এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মাহফুজের নাম ঘোষণা করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
আংশিক কমিটির অন্য পদগুলোতে সহসভাপতি হয়েছেন কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাহিদ হাসান।
পরে নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান দৌলতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের সঞ্চালনায় সাবেক সভাপতি শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নবনির্বাচিত নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।





