সিলেটে ৩ হাজার বিঘা জমিতে প্রবাসী পল্লী হচ্ছে: জেলা প্রশাসক
নিজস্ব প্রdতিবেদন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
সিলেট শহরে ৩ হাজার বিঘা জমিতে একটি প্রবাসী পল্লী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে এ প্রকল্পের কাজ দৃশ্যমান করার চেষ্টা চলছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
মো. সারওয়ার আলম বলেন, প্রবাসী পল্লীতে প্রবাসীদের জন্য সব ধরনের বিশেষ সুযোগ–সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সেখানে তাঁরা যেন নিরাপদ পরিবেশে বসবাস ও বিনিয়োগের সুবিধা পান, সে বিষয়ে জেলা প্রশাসন কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেট একটি সম্ভাবনাময় অঞ্চল হতে পারে। সিলেটে একটি এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশি) বিনিয়োগ জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে প্রবাসীদের করমুক্ত বিনিয়োগসহ নানা সুযোগ–সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে জমি, কাগজপত্র ও নিরাপত্তা–সংক্রান্ত ভোগান্তি দূর করতে হবে।
অনুষ্ঠানে সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটকে আধুনিক নগরীতে রূপ দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রবাসীদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা দিতে সিলেট মহানগর পুলিশ প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদাও বাড়িয়ে তুলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা উন নবী ও সিলেটের পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এ ছাড়া বিশ্বের ১২টি দেশ থেকে আগত প্রবাসীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে দেশে ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।




