শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।
উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযানে আশিদ্রোন এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে জিতেন দাসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মো. মহিবুল্লাহ আকন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশোধিত ২০২৩’-এর বিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। কৃষিজমির উর্বরতা নষ্ট হয়—এমন যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলবে।’




