গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পূরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে জাফলং বাজারের একটি ভাঙারি দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙ্গারি দোকানের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় মর্টার শেলের মতো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হতে তারা দ্রুত গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করেন।
পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টারশেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




