হবিগঞ্জ ৪ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফয়সাল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ
হবিগঞ্জ -৪ (চুনারুঘাট – মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম ফয়সাল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাটর সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় তার পুত্রদ্বয় ও পরিবারের সদস্য এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফয়সাল বলেন, আমি বিএনপির মনোনয়ন পেয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী। হবিগঞ্জ -৪ আসনের মানুষ আমাকে খালি হাতে ফেরাবে না।




