হবিগঞ্জ–২ আসনে বিএনপি প্রার্থী জীবনের মনোনয়নপত্র জমা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথীর কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে ডা. জীবন সাংবাদিকদের বলেন, “বানিয়াচং–আজমিরীগঞ্জের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




