মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র জমা
কুলাউড়া (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনে সহকারী রিটানিং অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন এর কাছে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন প্রার্থী মনোনয়ন দাখিলের শেষ দিন তারা মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র), আলহাজ্ব শওকতুল ইসলাম শকু (বিএনপি), ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী (জামায়াতে ইসলামী), সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ (স্বতন্ত্র), মাও. আব্দুল কুদ্দুস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল মালিক (জাপা-এরশাদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী ফুল (স্বতন্ত্র)।
কুলাউড়া আসন থেকে ১০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ওইদিন ৮জন জমা দেন। ২জন প্রার্থীর মধ্যে প্রবাসী বিএনপি নেতা মো: রওশন আলী ও খেলাফত মজলিস নেতা সাইফুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা নিধারিত সময় জমা দেননি।




