সিলেটের ছয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ প্রার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয় আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৪৭ প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ প্রার্থী। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ প্রার্থী। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ প্রার্থী এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।




