খালেদা জিয়ার মৃত্যু: সিলেটে বিএনপির ৭ দিনের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানকে ঘিরে যখন নির্বাচনী আমেজে মুখর ছিল বিএনপির নেতাকর্মীরা, ঠিক তখনই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় সব আনন্দ-উচ্ছ্বাস। সারাদেশের মতো সিলেটেও দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে গভীর বেদনা ও শূন্যতা।
হঠাৎ এ দুঃসংবাদে সিলেটে বিএনপির মনোনীত প্রার্থী ও নেতাকর্মীরা বাকরুদ্ধ হয়ে পড়েন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে শোক আর নিস্তব্ধতা। এমন প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় (তোপখানা, কাজির বাজার)-এ শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হবে। আগামী সাত দিন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ ছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিন কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং তাদের আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, সব কর্মসূচি যথাযথ ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান বলেন, বিএনপির চেয়ারপারসনের জানাজায় অংশ নিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন মহানগর বিএনপির নেতারা। মঙ্গলবার রাত ১১টায় উপবন এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন। এ জন্য ট্রেনের তিনটি বগি বুকিং করা হয়েছে।
তিনি বলেন, আগামীকাল ৩১ ডিসেম্বর জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নেবেন দলীয় নেতারা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, তার ইন্তেকালে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক।
তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারবিরোধী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে খালেদা জিয়াকে বারবার নিপীড়ন ও বঞ্চনার শিকার হতে হয়েছে। তার মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।





