সুনামগঞ্জে খাল পুনরুদ্ধারে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে সভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ পৌরসভার পাঁচটি খাল পুনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।
জেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নুরুল হক আফেন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ সুহেল রানা এবং হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “পৌরবাসীর প্রতি আমার আন্তরিক অনুরোধ—আপনারা কেউ খালে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং কোনোভাবেই খাল দখল করবেন না। খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা গেলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “একটানা বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের বাড়িতেই নয়, আমার নিজের বাড়িতেও পানি উঠে। জলাবদ্ধতার এই সমস্যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা এলাকার নয়—এটি আমাদের সবার সমস্যা। এ সংকট থেকে উত্তরণে এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।”




