দলীয় নির্দেশ অমান্য: সিলেটে বহিষ্কার হলেন চাকসু মামুন
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনকে। তিনি চাকসু মামুন নামে পরিচিত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি প্রকাশ করা হয়।
তিনি সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ আসনে প্রার্থী করা হয়েছে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। তবে মামুনুর রশীদ নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অনেক আগে।
গতকাল রবিবার শেষ দিনে তা জমাও দিয়েছেন এবং গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচনে তিনি আছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচন করবেন।
তার এই সিদ্ধান্তের কারণে দল থেকে তিনি বহিষ্কার হতে পারেন বলে সবাই অনুমান করছিলেন। শেষে পর্যন্ত তা-ই হয়েছে। একই আদেশে বিএনপির আরো ৯ জনকে বহিষ্কার করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভি স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালানার জন্য তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।





