হবিগঞ্জে লাইসেন্স ছাড়া ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা পরিচালনা!
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ
লাইসেন্স ছাড়া ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা পরিচালনার অভিযোগে সানজানা শিরীন নামে এক উদ্যোক্তাকে আগামী ৭ জানুয়ারি সকালে বৈধ কাগজপত্রসহ স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।
২৯ ডিসেম্বর সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন, সানজানা শিরীন হবিগঞ্জের বড় বহুলা গ্রামের পাশে ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেখানে গর্ভবর্তী মায়েদের নরমাল ডেলিভারী করানো হবে মর্মে প্রচার করে যাচ্ছেন। সরকারী নিয়মানুযায়ী যেকোন ডায়াগনষ্টিক সেন্টার/ক্লিনিক/প্রাইভেট হাসপাতাল/নরমাল ডেলিভারী সেন্টার চালুর ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরে হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট ওয়েবসাইটে অনলাইন আবেদন সম্পন্ন করে লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে প্রতিষ্ঠান চালুর বিধান রয়েছে। কিন্তু লাইসেন্স ব্যতিত কিভাবে এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি পরিচালনা করছেন সে বিষয়ে আগামী ৭ জানুয়ারি সকাল ১০টার সময় ক্যামেলিয়া গ্রামীন স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনার স্বপক্ষে সকল কাগজপত্রসহ স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য সানজানা শিরীনকে বলা হয়।




