খালেদার জানাজায় জনসমুদ্র
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। কিন্তু বেলা ১২ টায়-ই জনমুদ্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে লোকজন জড়ো হতে থাকে। দুপুর সাড়ে ১২টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় সংসদ ভবন এলাকা।
সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়ে হাজার হাজার মানুষের ভিড়। রাজধানী, রাজধানীর আশাপাশের এলাকা এবং ঢাকার বাইরে থেকেও বিএনপির নেতা–কর্মীরা, সমর্থকেরা জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছেন।
ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে খুব সহজেই বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছেন কয়েক শ নেতা-কর্মী। সকাল সাড়ে ৯ টার মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন তারা। সেচভবনের সামনে অবস্থান করছেন তারা। ভাঙ্গা থেকে আসা আইয়ুব আলী খান হ্যালো বাংলাদেশকে বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হওয়ার জন্য এসেছি। আরো অনেকে রাস্তায় রয়েছে। তারাও জানাজার আগে এসে পৌঁছাবে।’
টাঙ্গাইল সখীপুর থেকে এসেছেন নূর এ আলম খান রনি। হ্যলো বাংলাদেশকে তিনি বলেন, ‘পরে এলে ঢুকতে পারব না, তাই গতকালই রওনা হয়েছি। রাতে ইন্দিরা রোডের আত্মীয়র বাসায় ছিলাম। সকালে এসে এখানে (ন্যাম ভবন) দাঁড়িয়েছি। দেশনেত্রীর জানাজায় অংশ নিতে পারাটা সৌভাগ্যের ব্যাপার মনে করছি।’
এদিকে দুপুর ১২ টার মধ্যে ফার্মগেট, খামারবাড়ি মোড়, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি মোড়, আসাদ গেট, আড়ং মোড়সহ আশাপাশের এলাকা জনমুদ্রে পরিণত হয়। সবার একই উদ্দেশ্যে যতদূর সম্ভব জানাজার সামনের দিকে অংশ নেয়া।
এদেক সকাল থেকে মেট্টোরেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মতিঝিল, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ কারওয়ান বাজার, ফার্মগেট স্টেশনে তিল ধারণের জায়গা নেই। দলে দলে মানুষ মেট্রোরেল স্টেশনে আসছেন মানিক মিয়া এভিনিউতে যাওয়ার জন্য।





