খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটজুড়ে শোকের ছায়া, গায়েবানা জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ পুরো সিলেটে অর্ধদিবস বন্ধ ছিলো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, বিপনীবিতান। অর্ধনমিত রাখা ছিল জাতীয় পতাকা। মানুষের মুখে মুখে একটাই প্রার্থনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) সিলেটের সব মার্কেট আধাবেলা (দুপুর ১২টা পর্যন্ত) বন্ধ রাখা হয়। এছাড়া সিলেটের অধিকাংশ ব্যবসায়ী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় যান।
অপরদিকে, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।’
বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। খেলাটির বিস্তার ঘটে। এর মাধ্যমেই আজকের সাফল্যের পথ তৈরি হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই শোকের সময়ে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।’
এছাড়া সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।





