সিলেটে অবৈধ পাথর উত্তোলনে থানা পুলিশের অভিযান, ১৬ জন আটক
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে থানা পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে, যারা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে পাথর উত্তোলন করে আসছিল। যৌথ বাহিনীর আগের অভিযানে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর ধ্বংস করা হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানিয়েছেন, অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বলছেন, এ ধরনের কার্যকলাপ পরিবেশের ক্ষতি করছে।




