চুনারুঘাটের বধ্যভূমি এখন ময়লার ভাগাড়
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বধ্যভূমি স্বাধীনতার ৫৪ বছর পরও সংরক্ষিত হয়নি। অযত্ন ও অবহেলায় এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, পাশের কসাইখানার বর্জ্য এবং মলমূত্রের কারণে প্রবেশ করা দায়সাধ্য।
মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধ চলাকালে এই এলাকায় পাকিস্তানি বাহিনী মানুষ হত্যা করে খোয়াই নদীতে ভাসিয়ে দিয়েছিল। স্বাধীনতার পরও বধ্যভূমির কোনো স্মৃতিস্তম্ভ বা উন্নয়ন হয়নি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, দখলমুক্তকরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধারা অবিলম্বে বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়ন চান।




