জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল হাইওয়ে সড়কের পূর্ব লক্ষ্মীপ্রসাদ এলাকায় ফেরীঘাট যাত্রীছাউনিতে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন পুরুষ (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে ১লা জানুয়ারি সকাল ৬টার মধ্যে কোনো এক সময়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) সজল দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্যমতে, উক্ত ব্যক্তি প্রায় এক বছর ধরে জৈন্তাপুর থানা এলাকার বিভিন্ন বাজারে ঘোরাঘুরি করতেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।




