জকিগঞ্জে অবৈধ মাটি কাটায় ভেকু-ট্রলি জব্দ
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজার সংলগ্ন কৃষিজমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করার ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা, পরিবহন ও বিপণনের অভিযোগে একটি ভেকু এবং একটি মাটির ট্রলি জব্দ করা হয়।
মোবাইল কোর্টে দায়েরকৃত দুটি মামলায় দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





