জৈন্তাপুরে ২ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলসহ চোরাকারবারি আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণসিলেটের
পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা কমবলের বাজারমূল্য দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পর্যটকবাহী মনোহরদী পরিবহনের একটি বাসে তল্লাশি করে ১০২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কমবলের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৯ হাজার টাকা।
ঘটনাস্থল থেকে আটক ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন (৫০)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারগাঁও কাজিপাড়া এলাকায়। তিনি মৃত শামসুদ্দিনের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও সরকারি শুল্ক ফাঁকির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।




