সিলেটে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ইয়াবা ও চোরাচালানি মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর আমলশীদ বিওপির একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ হাজার ৭৫০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসবের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
এ ছাড়া ১ জানুয়ারি জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।
সব মিলিয়ে আটককৃত ইয়াবা ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ১৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
১৯ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম বলেন, আটক ব্যক্তি ও ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




