কুলাউড়ায় ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ
কুলাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকায় ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এ এস লোকমানের বিরুদ্ধে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মো. ছালিক মিয়া।
অভিযোগে মো. ছালিক মিয়া জানান, তিনি বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ। তাঁর তিন ছেলে প্রবাসে থাকেন। অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি, যা তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে জমির মালিকানা নিয়ে সহ-অংশীদারদের সঙ্গে বিরোধের জেরে প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁকে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
ছালিক মিয়া আরও বলেন, গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি জানতে পারেন, তাঁর জমির ওপর একটি মাটি কাটার ক্রেন রাখা হয়েছে। পরদিন শনিবার সকাল থেকে ক্রেন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি সন্তোষজনক কোনো উত্তর দেননি, বরং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, জোরপূর্বক মাটি কাটার ফলে তাঁর ধানি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে তাঁর অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত এ এস লোকমানের বক্তব্য পাওয়া যায়নি। কুলাউড়া থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।





