প্রবাসীর জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসীর বাড়ির জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অপচেষ্টা করা হচ্ছে। নিজের মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রচেষ্টার প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসীর কেয়ারটেকার দিলাই মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলাই বলেন, তিনি কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ি দেখভাল করছেন। সম্প্রতি স্থানীয় মজির উদ্দিন আহমদ চৌধুরী প্রবাসী সোয়েব আহমদের বাড়ির আঙিনা ও বরন্ডির জমি দখল করে রাস্তা করতে চাইলে তাতে বাধা প্রদান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মজির প্রবাসী সুয়েবের জমিতে গ্রামের ২০ থেকে ২৫টি বাড়ির লোকের চলাচলের ‘রাস্তা’ বলে অপপ্রচার করছেন। এবং প্রশাসনিক দপ্তরসহ নানা জায়গায় অভিযোগ করে হয়রানি করা হচ্ছে। অথচ প্রবাসীর বাড়ির বরন্ডি ও আঙিনার আশপাশে অন্য কোনো বাড়িঘরও নেই। এমনকি গ্রামের জনসাধারণের চলাচলের কোনো যোগসূত্র নেই। পক্ষান্তরে মজির ও তার পরিবারের যাতায়াতের জন্য তার বাড়ির সীমানা দিয়ে প্রশস্ত রাস্তা থাকা সত্ত্বেও অবৈধ দখলের উদ্দেশ্যে প্রবাসীর বাড়ির বরন্ডি ও আঙিনার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অপচেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুয়েব ও তার পরিবার এলাকায় অত্যন্ত সম্মানিত ব্যক্তিবর্গ।
বর্তমানে তাদের সম্পত্তি রক্ষা এবং দুর্বৃত্তদের হাত থেকে নিজের নিরাপত্তা ও সম্পদ সংরক্ষণের জন্য মালিকানা জমিতে পাকা দেয়ালের সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। কিন্তু অতিসম্প্রতি বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাস্তা বন্ধ করে প্রতিরোধক সৃষ্টি’ শিরোনামে প্রকাশিত সংবাদে সুয়েব ও আমাকে জড়িয়ে প্রতিপক্ষ মজির সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতা বহির্ভূত বক্তব্য তুলে ধরেছেন। এতে সুয়েব ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। তবে অভিযোগ বিষয়ে মজির বলেন, নারায়ণক্ষেত্র গ্রামের চলাচলের অতি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে এলাকার প্রায় ২৫/৩০টি পরিবার প্রতিদিন চলাফেরা ও কৃষিকাজে হাল চাষ করতে ব্যবহার করেন। সুয়েব দীর্ঘদিন ধরে দিলাইকে দিয়ে ওই রাস্তায় প্রতিবন্ধকতার চেষ্টায় লিপ্ত রয়েছেন।




