বানিয়াচংয়ে ছায়েরা-ছিদ্দিক জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ছায়েরা-ছিদ্দিক জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার চৌধুরী পাড়া গ্রামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের নবনিযুক্ত মোতাওয়াল্লি জিল্লুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিবপাশা মম্বাউল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাবেক চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সাবেক শিক্ষক নুরুল হুদা বিশ্বাস, হারামাইন মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও স্থানীয় ওয়ার্ড সদস্য তোফাজ্জুল হোসেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রবীণ হাফেজ ওলিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আছাদ খান।
এ সময় প্রভাষক জাকারিয়া খান, হাফেজ মাওলানা শাহ সালেহ আহমদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ছায়েরা-ছিদ্দিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।





