বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা আহ্বায়ক নুরুল হক টিপু ও সদস্য সচিব জয়নাল আবেদীন জালাল।
অনুষ্ঠানে জেলা কমিটির ১নং নির্বাহী সদস্য ইকরাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী পারভেজসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধানরা হলো: আহ্বায়ক: সালাহউদ্দিন সালেহ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: সুমন চন্দ্র দাস,যুগ্ম আহ্বায়ক: বাবলু হোসেন খান, অনুজ কুমার দাস, দীজেন চন্দ্র অধিকারী, হেমন্ত কুমার দাস, সুকান্ত চৌধুরী, সাইফুর রহমান তারেক, অসীম দাস ও সদস্য সচিব: মোহাম্মদ নাসির উদ্দিন।
সদস্যবৃন্দ হলেন, শেখ মোসাদ্দেক সেলিম (১নং সম্মানিত সদস্য), মো. আ. মজিদ চৌধুরী, রুকন ইসলাম, বিশ্বজিৎ পান্ডে, রাবেয়া খানম, মনোয়ার হোসেন দিপু, ইমদাদ হোসেন খান, রানু রঞ্জন দাস, কয়েছ মিয়া, সুপাল চন্দ্র দাস, হরে কৃষ্ণ দাসসহ অন্যান্য সদস্যরা।
অনুমোদন অনুষ্ঠান শেষে উপজেলা কমিটি জেলা নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





