সুখ–দুঃখের সঙ্গী হয়ে জনপদের চেহারা বদলাতে চান মুফতি আবুল হাসান
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
নিজের জন্মভূমির প্রতিটি পথ, প্রতিটি মানুষ—সবই তাঁর চেনা। সেই চেনা মানুষদের নিয়েই নতুন স্বপ্ন দেখছেন সিলেট-৫ আসনের সম্ভাব্য প্রার্থী মুফতি আবুল হাসান। তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়া তাঁর কাছে কেবল ক্ষমতার বিষয় নয়; এটি মানুষের সুখ–দুঃখের সঙ্গী হওয়ার দায়বদ্ধতা।
সিলেটে বসবাসরত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর অংশগ্রহণে শনিবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীর পাড়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। ‘জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন ফোরাম, সিলেট’-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় এলাকার উন্নয়ন, অবহেলা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান বলেন, জকিগঞ্জ ও কানাইঘাটের কোনো মেঠোপথই তাঁর অচেনা নয়। কোথায় মানুষ পিছিয়ে আছে, কোথায় উন্নয়নের ছোঁয়া লাগেনি—এসব তিনি হৃদয় দিয়ে অনুভব করেন। তিনি বলেন, “আমি এই জনপদেরই সন্তান। আপনাদের সুখ–দুঃখের সারথি হয়ে এই এলাকার চেহারা বদলাতে চাই।”
সভায় উপস্থিত জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের বক্তব্যে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার সংকট তাঁদের দৈনন্দিন জীবনে কীভাবে প্রভাব ফেলছে, সে কথাও উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, এসব সমস্যা থেকে উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্ব।
মতবিনিময় সভায় মুফতি আবুল হাসান এলাকার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভা শেষে উপস্থিত সুধীজনেরা জকিগঞ্জ ও কানাইঘাটের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। তাঁদের কণ্ঠে ছিল প্রত্যাশা—এবার যেন অবহেলিত জনপদগুলো সত্যিকার অর্থেই পরিবর্তনের মুখ দেখে।





