মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহে বাড়ছে দুর্ভোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
চায়ের রাজধানী মৌলভীবাজারে শীতের প্রকোপ বেড়েছে। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
রোববার (৪ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সেখানে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ এই তাপমাত্রা হ্রাসে শীতের তীব্রতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ভোর থেকেই ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি দীর্ঘস্থায়ী হচ্ছে। কুয়াশায় ঢেকে থাকছে সড়ক-মহাসড়ক, চা-বাগান ও আশপাশের পাহাড়ি জনপদ।
শীতের এই দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে চা-বাগানে কর্মরত লক্ষাধিক চা-শ্রমিককে কনকনে ঠাণ্ডার মধ্যেই কাজে বের হতে হচ্ছে। প্রয়োজনীয় শীতবস্ত্র অভাবে তাদের কষ্ট আরও বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত এই শীতের ধারা অব্যাহত থাকতে পারে। এতে করে শীতপ্রবণ এই জেলায় জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।





