মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী পিকআপ চাপায় ঘটনাস্থলেই দূর্জয় শব্দকর(৮০) নামে এক বৃদ্ধ নিহত। চালক পালিয়ে গেলেও পিকআপটিকে আটক করেছে পুলিশ। রবিবার(০৪ জানুয়ারী) দুপুর সোয়া একটায় কমলগঞ্জের মুন্সিবাজারের মইডাইল এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতের নাতী গবিন্দ কর ও পুলিশ জানায়, একটি দ্রুতগামী পিকআপ কমলগঞ্জ থেকে মুন্সিবাজারের দিকে যাবার পথে দূর্জয় শব্দকরকে চাপা দেয়। স্থানীয় জনসাধারন সাথে সাথে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফাহিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) আল আসাদ মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিকআপটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে, পরিবারের পক্ষ থেকে মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।





