মৌলভীবাজারে চোরের হাতে স্বপ্নভঙ্গ ভিক্ষুক দম্পতির!
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের পালকিছড়া চা-বাগানের বাসিন্দা জন্মান্ধ রামনারায়ণ রবিদাস ও তার স্ত্রী বাসমতি রানী দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবন-যাপন করতেন। গত বছর এক লাখ টাকা ঋণ নিয়ে তারা তাদের ছেলের জন্য একটি অটোরিকশা কিনেছিলেন। ভিক্ষার থালার বদলে স্বাবলম্বী জীবনের স্বপ্নই ছিল তাদের শেষ ভরসা।
কিন্তু সেই স্বপ্নটি আর স্থায়ী হয়নি। মাত্র ছয় মাসের মধ্যেই সব শেষ হয়ে যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঘরের তালা ভাঙা অবস্থায় অটোরিকশাটি চুরি হয়ে গেছে।
রামনারায়ণ হতদরিদ্র, তাই বিষয়টি স্থানীয়ভাবেও আলোচনায় আসেনি। কিন্তু পরবর্তীতে অনেকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার বিষয়টির সত্যতা স্বীকার করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
এ প্রসঙ্গে কাঁপাকণ্ঠে রামনারায়ণ বলেন, “ভিক্ষা করেই সংসার চলতো। এত কষ্টে ঋণ নিয়ে অটো কিনেছিলাম। ছেলে চালাবে, সংসার দাঁড়াবে।”
বাসমতি রানী চোখ মুছতে মুছতে বলেন, “এ অটোরিকশাটি ছিল আমাদের আশা, আমাদের ভরসা। সব শেষ হয়ে গেল। চোর আমাদের ভবিষ্যতের আলো নিভিয়ে দিল।”
স্থানীয়রা জানান, গত ৭ মাসে কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৫টি গরু চুরি হয়েছে, যার মধ্যে একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
ইউপি সদস্য গনেশ গোয়ালা বলেন, “অন্ধচোখে যে মানুষটি আলো দেখতে চেয়েছিল, সেই আলোও চোরের হাতে নিভে গেছে।”
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”





