সিলেটে শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদন :
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন।
রোববার (৪ জানুয়ারি) বাদ আসরে তিনি প্রথমে শাহজালাল (র.) এবং পরে শাহপরাণ (র.)-এর মাজারে মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং আগামী নির্বাচনে দলের সাফল্য কামনা করে দোয়া করেন।
মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এরপর রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা।





