তারেক রহমান হবিগঞ্জ আসছেন ২২ জানুয়ারি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
চলতি মাসের ২২ জানুয়ারি হবিগঞ্জ আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
আজ বিকেলে পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপাসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে আসবেন। সেখান থেকে যাওয়ার পথে হবিগঞ্জে স্মরণকালের বিশাল জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ওই দিন আমরা এমন একটি জনসভা করতে চাই যেটা হবিগঞ্জের ইতিহাসে কখনো হয় নাই। তাই এখন থেকে পাড়া মহল্লায় দলের নেতাকর্মীদেরকে প্রচার প্রচারণা করতে হবে।
উল্লেখ্য, রোববার রাত ৭টার দিকে সিলেটের এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই পূর্ণাঙ্গ চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন। দায়িত্ব নিয়েই সিলেটের হযরত
শাহজালাল ও শাহ পরাণ রহ. এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।





