সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার বিশেষ আভিযানিক দলের নেতৃত্বে রাত আড়াইটায় কলাবাড়ি এলাকার বোরহান উদ্দিনের নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করে। বোরহান উদ্দিন দীর্ঘদিন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান আটকে বিষয়টি নিশ্চিত করে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ১ জনকে আটক করা হয়েছে। তাকে সকালেই কোর্টে পাঠানো হয়েছে।





