সিলেটের কদমতলী থেকে চোরাই পণ্যসহ গ্রেপ্তার দুই ভাই
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মো. সাইফুল ইসলাম (৪৫) ও সাইফ খান (৩২) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। চোরাই পণ্যসহ তাদের গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন ইসলাম ম্যানশনের দোতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম ও সাইঠ খান পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার পালপাড়া শিকারপুর গ্রামের সবুর মুন্সি ও রোকেয়া বেগমের ছেলে। সাইফুল বর্তমানে ঝালকাঠি জেলার সদর থানার কিপাইতনগর এলাকার বাসিন্দ। আর সাইফ খান যশোর সদর থানার পালবাড়ি নওদা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকার ভারতীয় কিটক্যাট, মেন্টোস ক্যান্ডিসহ চকোলেটজাতীয় পণ্য জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।




