বিশ্বনাথ ও ছাতকের মাদ্রাসা শিক্ষার্থীসহ হতদরিদ্রের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
সিলেটের বিশ্বনাথ ও ছাতকের ৩টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ দুই উপজেলার বিভিন্ন গ্রামের আরও ৩৫০জন অসহায় শীতার্তদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। ছাতকের খাগহাটা খানবাড়ির বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য, খাগহাটাস্থ হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন হাফিজিয়া নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খানের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সোমবার (০৫ জানুয়ারি) দিনব্যাপী পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে খাগহাটা খান-বাড়িতে হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন হাফিজিয়া নুরানী মাদ্রাসার এতিম শিক্ষার্থী, খাগহাটা ও আশপাশ গ্রাম, বুরাইয়া বাজার, বুরাইয়া মাওলানা শামছুল হক (রহ) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও বুরাইয়া এলাকা, যোগলনগর মুহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও বিশ্বনাথ বজারের অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওইদিন সকাল সাড়ে ১০টায় খাগহাটা খান-বাড়িতে দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে শীতবস্ত্র বিতরনের উদ্বোধন করা হয়। এসময় হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন হাফিজিয়া নুরানী মাদ্রাসার শিক্ষার্থী, খাগহাটা ও আশপাশ গ্রামের অসহায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এরপর দুপুর ১২টায় খানবাড়ির বাসিন্দা ও ফাউন্ডেশনের ট্রেজারার সুলতান খানের নেতৃত্বে দু’টি সিএনজি চালিত অটোরিকশাযোগে বুরাইয়া বাজারে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এরপর দুপুর ১টায় বুরাইয়া মাওলানা শামছুল হক (রহ) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও বুরাইয়া এলাকায় এবং দুুপর ২টায় যোগলনগর মুহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্বশেষ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ^নাথ বাজারের অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম।
পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের ট্রেজারার সুলতান খান, যোগলনগর মুহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল মানিক মেম্বার, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মাহবুবুল হক, মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, বুরাইয়া মাওলানা শামছুল হক (রহ) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফজলুর রহমান, ও হাজী তোতাব খান এন্ড সুফিয়া খাতুন হাফিজিয়া নুরানী মাদ্রাসার শিক্ষক হাফিজ মো. বজলুর রশিদ।
পৃথক অনুষ্ঠানে বিশষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলী আহমদ, সাদ খান, করিম খান, মাদ্রাসা শিক্ষক হাফিজ আব্দুল আলী, ব্যবসায়ী ইউছুফ খান, শাকিল খানসহ আরও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।





