চুনারুঘাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন! মৃত গৃহবধূ ফাহিমা আক্তার (২৫) গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের মোঃ সুজন মিয়ার স্ত্রী।
জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামের পন্ডিত মিয়ার বসতঘরের তীরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফাহিমা আক্তার (২৫) কে দেখতে পেয়ে এলাকাবাসী চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।
ফাহিমার বাবা উপজেলার সুন্দরপুর গ্রামের নুরুল হক জানান, ফাহিমার স্বামী সুজন ও তার পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
চুনারুঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হত্যা না আত্মহত্যা , পুলিশ খতিয়ে দেখছে।




