চুনারুঘাট সীমান্তে ভারতীয় গাঁজা জব্দ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) চুনারুঘাটের সাতছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার মূল্য প্রায় অর্ধ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উদ্ধারকৃত ভারতীয় গাজা হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসে হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় গাজা আটক হয়।




