সুনামগঞ্জের হাওরে সার সংকট, ফসল উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
সুনামগঞ্জের হাওর উপজেলা শাল্লায় সরকারি বরাদ্দের সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। এতে তীব্র সার সংকটে ভুগছেন কৃষকরা। ফলে আগামী বোরো ফসল উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষকের এই উদ্বেগের প্রতি সংহতি জানিয়ে, সার সংকট দূরীকরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাল্লা উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই লিখিত আবেদন করেন তিনি।
লিখিত আবেদনে কৃষকদল নেতা উল্লেখ করেন, দুর্গম হাওর উপজেলা শাল্লার শতভাগ চাষিই বোরো চাষে জড়িত। এখন হাওরের বোরো জমিতে সার প্রয়োগের সময়। গত ডিসেম্বর মাসে সরকার সার বরাদ্দ দিলেও বিএডিসি ও কৃষি বিভাগকে ম্যানেজ করে ডিলাররা সার শাল্লায় না নিয়েই কালোবাজারে বিক্রি করে দিয়েছে।
জানুয়ারি মাসের বরাদ্দ প্রায় ২০ দিন আগে দিলেও এখনো কৃষকরা সার পাচ্ছেন না। এতে আগামী বোরো ফসল উৎপাদ ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে সার সংকট দূর করে কৃষকদের বোরো ফসল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
কৃষকদের স্বার্থে আবেদনকারী কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন বলেন, কৃষকদের স্বার্থ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আমাদের এলাকার কৃষকের এই সমস্যা অবগত হয়ে তাদের পক্ষে অবস্থান নিয়েছে।
আমরা লিখিত আবেদন করে দ্রুত এই সংকট দূর করে যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। এই সংকট দূর ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমরা প্রয়োজনে মাঠে নামব।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, শাল্লায় ডিলাররা সার নিয়ে কিছু সমস্যা করছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা সভায় সিদ্ধান্ত নিয়ে জেলায় পাঠানোর প্রস্তুতি নিয়েছি। তবে বরাদ্দের সার যাতে কৃষকরা পান সেজন্যও ব্যবস্থা নিয়েছি।




