জৈন্তাপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৪ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ই জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর ঐতিহাসিক রাজবাড়ী মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেন্টেন্ডেন্ট হেলাল আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবমন্দ।
দুইদিনব্যাপী হতে যাওয়া ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন আ্যথলেটিকস ইভেন্টে অংশ নিবে। ইভেন্ট গুলোর মধ্যে বালক ও বালিকা দুই গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা খেলায় অংশ নেয়। যার মধ্য বিভিন্ন ক্যাটাগরীতে দৌড় প্রতিযোগিতা, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ,উচ্চ লাফ,ত্রী-লাফ,চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দন্ড যোগে উচ্চলাফ,দড়ি লাফের মত ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।





