বানিয়াচংয়ে যুবকের বিরুদ্ধে মসজিদে প্রবেশ ও নামাজে নিষেধাজ্ঞা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবকের বিরুদ্ধে মসজিদে প্রবেশ ও নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশ্যে মাইকিং করার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের বড়বাজারসহ বিভিন্ন এলাকায় আজিজুর রহমান নামের এক যুবকের বিরুদ্ধে এ ধরনের মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) যাত্রাপাশা মোকাম হাটি মসজিদে তাঁর বিরুদ্ধে ‘বিচার’ অনুষ্ঠিত হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। তাঁদের মতে, প্রকাশ্যে এভাবে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা আইন ও মানবাধিকারের পরিপন্থী।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রচলিত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। মাইকিং করে কাউকে মসজিদে নামাজে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়।
আইনজীবীরা বলছেন, সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। কোনো ব্যক্তিকে মসজিদে প্রবেশ বা নামাজ আদায়ে বাধা দেওয়া সংবিধানবিরোধী। একই সঙ্গে অপরাধের বিচার কেবল আদালতের মাধ্যমেই হতে পারে।
ধর্মীয় ব্যক্তিত্বদের মতে, ইসলামে কাউকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করার কোনো বিধান নেই। এ ধরনের ঘটনা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ধর্মের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
এ ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।




