জৈন্তাপুরে এলপিজি অতিরিক্ত দামে বিক্রি: প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জৈন্তাপুর সদরে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থিত একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দ্বিতীয় দিনের মতো এই অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের শামিল। এছাড়া প্রতিষ্ঠানটি কোনো ক্রয়-বিক্রয়ের মূল্যতালিকা কিংবা রশিদ প্রদর্শন করতে পারেনি।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা, রসিদ সংরক্ষণসহ সকল আইনসম্মত কার্যক্রম অনুসরণের জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব বলেন, “ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও ন্যায্যমূল্যে পণ্য নিশ্চিত করতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”





